সুরেজা বেগম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা আজ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১২:৩৫:০৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সুরেজা বেগম ফাউন্ডেশন প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা আজ ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম পৈলন পুর ইউনিয়নের চাঁনপুরস্থ খছরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারো ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গণি জানান, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছি।