এমপিওভুক্ত হচ্ছেন সিলেটের ৪৪৩ শিক্ষক-কর্মচারী
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৩, ৮:১৫:৪০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সিলেটসহ সারাদেশের বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ৮ হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে স্কুলের ৭ হাজার ৭১৪ জন ও কলেজের এক হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এ তালিকায় রয়েছেন সিলেটের ৪৪৩ জন।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতি দুই মাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, স্কুলের ৭ হাজার ৭১৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭, বরিশালের ৫৭৫, ময়মনসিংহের ১৩০৪, খুলনার ১৪৪৫, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২, রাজশাহীর ৭০২, রংপুরের ১ হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন।