পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মেয়র আনোয়ারুজ্জামানের সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৫:০৮:০৯ অপরাহ্ন

দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী। শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সিলেটস্থ বাসভবনে ড. মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এ সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন। বিজ্ঞপ্তি





