উত্তরা মোটর্স এর ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৫:১২:২৫ অপরাহ্ন
বাংলাদেশে মোটরসাইকেল আমদানীকারক, প্রস্তুতকারী, সংযোজনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড এর বার্ষিক ডিলার কনফারেন্স-২৩ গত ১৭ নভেম্বর শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়।
উত্তরা গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এর সভাপতিত্বে কোম্পানীর- ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ব্রাহ্মনবাড়ীয়া শাখার বিভিন্ন অঞ্চল থেকে ডিলারবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন, পরিচালক অর্থ ও প্রশাসন এবিএম হুমায়ুন কবির, হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন বাজাজ ডিভিশনের চিফ অপারেটিং অফিসার শাহাদাত হোসেন। পরিচালক অর্থ ও প্রশাসন এবিএম হুমায়ুন কবির বিগত সালের অর্থনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন গত অর্থ বছরের অর্জিত কোম্পানীর ব্যবসায়িক বিভিন্ন দিক ডিলারদের সামনে তুলে ধরেন। তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জ সম্পর্কে ডিলারদের অবহিত করেন এবং প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান বিগত সালের বিজনেস প্রমোশনাল কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মতিউর রহমান সকল ডিলারদেরকে বিগত বছরের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগামী ২০২৩-২৪ অর্থবছরকে ‘উত্তরা, বাজাজ ও ডিলার ওয়ান টিম’ নামে ঘোষণা দেন। তিনি ২০২২-২০২৩ সালের বিক্রয় সাফল্যের জন্য থ্রী এস ডিলারদেরকে ক্রেস্ট ও আকর্ষনীয় পুরস্কার প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি