সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গাভীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৬:২৫:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পিডিবির একটি অপরিকল্পিত খুঁটির নীচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গর্ভবতী গাভীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টায় শহরের বনানীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গাভীটির মূল্য ৮০ হাজার টাকা বলে জানা গেছে।জানা যায়, বনানীপাড়ার এ রাস্তার বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে গাভীটিকে ঘাস খাওয়ার জন্য হাওরে নিয়ে যাচ্ছিল শিশু নাহিদ হাসান। এ সময় পিডিবির খুঁটির নীচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাভীটি মারা যায়। গাভীটির মালিক দিনমজুর মোঃ কামাল হোসেন।
এ ব্যাপারে পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু নয়মান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গাভীর মৃত্যুর সত্যতা স্বীকার করলেও এর দায় না নিয়ে তিনি ডিস ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেন। তবে এই দিনমজুরের গাভীর মৃত্যুর ক্ষতিপূরণ বিদ্যুৎ কর্তৃপক্ষ দিবে না বলে জানিয়ে দে