বাংলাদেশ পোয়েটস ক্লাবের শোকসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৬:৩৭:৩০ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কবিদের লেখনি বেয়নেট থেকেও শানিত। লেখকদের লেখা গান কবিতা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে। কবি দেলোয়ার মুহাম্মদ একজন শক্তিমান কবি, রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন। তিনি দেশ উন্নয়নের একজন সম্মানিত রেমিট্যান্স যোদ্ধা।শুক্রবার বিকাল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পোয়েটস ক্লাব এর উদ্যোগে ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, নির্বাহী পরিচালক কবি দেলোয়ার মুহাম্মদ স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে কবি সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহি। শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সৈয়দা শিরিন আক্তার, ঢাকা মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক ইফফাত রূপা জামান প্রমূখ।
সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য ও নিবেদিত লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি সিরাজুল হক, এম এ আলী জালালাবাদী, কবি নিলুফা ইসলাম, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, কবি শামিমা আক্তার ঝিনু, কবি বিমল কর, কবি সুরাইয়া পারভীন লিলি, কবি মিফতাহ উদ্দিন লাভলু, কবি মোঃ তালেব হোসেন, কবি কামাল আহমদ, কবি এম আলী হোসাইন, মোঃ শামসুল হক, মোঃ আজিজুর রহমান, জাহিদ হাসান, মোঃ নজরুল ইসলাম (বাবুল), মাসুদ রানা চৌধুরী, আব্দুল আজিজ চৌধুরী, তাসরিফা হোসেন ফাহিমা, জুবের আহমদ সার্জন, জালাল জয়, ফতহুল করিম, রেহমান সারোয়ার, রহমত আলী হেলালী, রিপন মিয়া, আল মামুন বাবলু, শেখ খালেদ আহমদ, এম.এ. ওয়াহিদ চৌধুরী, লুৎফুর রহমান, ধ্রুব গৌতম প্রমূখ। বিজ্ঞপ্তি