এমসি কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন গঠনে সভা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৬:৪৮:১২ অপরাহ্ন
এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষাবিদ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মডেলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী ফৌজিয়া আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী। সভায় বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন মুরারিচাঁদ কলেজ নামে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনের সূচনা করা হয়। উক্ত সংগঠনে সর্বসম্মতিক্রমে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে কার্যকরি কমিটি গঠনসহ ১৭ সদস্য বিশিষ্ট এডমিন প্যানেল নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি