উইমেন্স মেডিকেলের এমবিবিএস ১২তম ব্যাচের সমাপনী
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৮:৩৩:২৪ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ১২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ পর্বের অনুষ্ঠানে সকালে কেক কেটে এবং বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ মতিন।
২য় পর্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাপনীতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা: জি এম মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা: নাবিলা হাসমী ও ডা: ইসরাত জাহান ইশার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েস আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার, কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, স্পোর্টস ও কালচারাল কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুঁইয়া, অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, সহযোগী অধ্যাপক ডাঃ হিমাংশু শেখর দাস, ইন্টার্ন ডা: নিশাত জাহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি