জাতীয় পার্টিতে দ্বন্দ্ব, ইসিতে দেবর-ভাবির চিঠি
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৮:৪০:০৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়নপত্র বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টিতে দেবর-ভাবির দ্বন্দ্ব শুরু হয়েছে। শনিবার পৃথকভাবে নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে ক্ষমতা নিয়ে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত চিঠিটি শনিবার (১৮ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে পাঠানো হয়। প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) পাঠানো চিঠিতে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জিএম কাদেরের কথা উল্লেখ করা হয়। চিঠিতে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষর ছাড়া অন্য কারো স্বাক্ষরে জাতীয় পার্টির মনোনয়ন বা লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেওয়ার কথা বলা হয়।
চিঠিতে মুজিবুল হক চুন্নু সিইসিকে বলেন, ‘গত ১৬ নভেম্বর ২০২৩ ইং তারিখে মো. মাহবুব আলম শাহ, উপসচিব (নিঃসঃওসঃ), নির্বাচন কমিশন সচিবালয় এর স্বাক্ষরিত একটি ই-মেইল পেয়েছি যার স্মারক নং- ১৭.০০.০০০০.০২৫.৫০.০৯৪.২৩-৯৫১। সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে RPO এর Article ১২. (৩ধ) (ন) এবং ১৬. (২) (৩) অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।’
অপরদিকে শনিবার নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদও। চিঠিতে বলা হয়, ‘আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা হবে শুধু নির্বাচনি জোট। নির্বাচন অন্তে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যগণ দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন।’
এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন।