ক্রিকেটে নতুন চিত্রনাট্যের অপেক্ষা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৩:০০:২১ অপরাহ্ন
বিশ্বকাপে আজ ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল
স্পোর্টস রিপোর্টার: ৪৫ দিনব্যাপী চলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের দিন আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ফাইনালে মুখোমুখি হবে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয় ভারত ও পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।২০ বছর পর আবার একই ঘটনার সমাপন। তবে দুই দশকের ব্যবধানে আগাগোড়া বদলে গিয়েছে দল দুটি, হয়েছে হাওয়াবদলও। ২০০৩ সালে ১০টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। ২০ বছর পর এ দৃশ্য যেন একেবারে বিপরীত।
চলতি আসরে গ্রুপ পর্যায়ে ভারত ও সাউথ আফ্রিকার কাছে দুই হারের পর টানা আট ম্যাচে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বিপরীতে লিগপর্বে প্রতিটি ম্যাচেই রোহিতের দল নিজেদের মতো করেই সাজাতে পেরেছিল চিত্রনাট্য। ফাইনালেও একই চিত্র চিত্রনাট্যের মঞ্চায়ন করবে ভারত না অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল প্রদর্শনী হবে-তা দেখার অপেক্ষায় বিশ্ব।দুই দলের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে জয়ের পাল্লা হেলে পড়ে আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দিকে। প্রথমত বিশ^কাপের ফাইনালে অস্ট্রেলিয়া কখনো হারেনি। এছাড়া একদিনের ম্যাচে দুই দল একে অন্যকে মোকাবেলা করেছে ১৫০বার। তাতে অজিদের ৮৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচে ফল হয়নি।
আবার এই ৫৭ জয়ের মধ্যে ৩৩ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১০ জয় আছে রোহিত শর্মার দলের। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিতেছে ৩৮ ম্যাচ। ভারতের মাটিতে ৩৩ ম্যাচ জয়ের বিপরীতে নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে ১২ ম্যাচ।বিশ্বকাপে লড়াইয়ের হিসেব আসলেও এগিয়ে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে পঞ্চাশ ওভারের বিশ্বাকপে ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তাতে অস্ট্রেলিয়ার ৮ জয়ের বিপরীতে ভারতের জয় ৫টিতে। তবে এবার যেন ভিন্ন এক ভারতের সামনে অস্ট্রেলিয়া।
এদিকে, টুর্নামেন্টের শেষ দিনে বর্ণিল আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামেই পরশু থেকে বর্ণিল অনুষ্ঠানের মহড়া শুরু হয়ে গেছে। আহমেদাবাদের আকাশ-বাতাস কাঁপিয়ে গগনবিদারি আওয়াজে ছুটে চলেছে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। আগামীকাল ফাইনাল শুরুর আগে বাংলাদেশ সময় বেলা ২টা ৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত চলবে সূর্যকিরণ ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) আকাশপথে মহড়া। কোক স্টুডিওর ভাইরাল গুজরাটি গান ‘খালাসি’র শিল্পীদের পরিবেশনাও থাকছে কাল। বর্ণিল আয়োজনের মহড়া সেরে ফেলেছেন শিল্পীরা। প্রথম ইনিংসের পানিপানের বিরতিতে দেখা যাবে খালাসির গায়ক আদিত্য গাধভীর পারফরম্যান্স।
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় প্রথম ইনিংস শুরু হলে তা সাধারণত সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শেষ হওয়ার কথা। ইনিংস বিরতিতে আরও জমজমাট অনুষ্ঠান হবে। প্রীতম চক্রবর্তী, নাকাশ আজিজ, আকাশ সিং, তুষার জোশি, অমিত মিশ্র, জোনিতা গান্ধী-বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজার-গায়কেরা পারফর্ম করবেন তখন। মুম্বাই থেকে ৫০০ জন নাচতে আসবেন সেই অনুষ্ঠানে। এরপর দ্বিতীয় ইনিংসের ড্রিংকস ব্রেকের সময় জমকালো লেজার লাইট প্রদর্শনী হবে।
চমক এখানেই শেষ নয়। ১৯৭৫ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপজয়ী অধিনায়কদের বিশেষ ব্লেজার উপহার দেবে বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, ভারতের কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, রিকি পন্টিং, স্টিভ ওয়াহ ও মাইকেল কার্ক, ইংল্যান্ডের এউইন মরগান-বিশ্বকাপজয়ী অধিনায়কদের দাওয়াত দেওয়া হয়েছে। এরই মধ্যে পন্টিং, মরগান এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের কাজ করছেন। তবে অর্জুনা রানাতুঙ্গা ও ইমরান খান-শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই দুই অধিনায়ককে দাওয়াত দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
১৯৭৫ ও ১৯৭৯ সালে লয়েডের নেতৃত্বে প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল উইন্ডিজরা। কপিল ও ধোনির নেতৃত্বে ভারত শিরোপা জিতেছিল ১৯৮৩ ও ২০১১ সালে। ১৯৮৭ সালে বোর্ডারের নেতৃত্বে প্রথম শিরোপা জেতে অস্ট্রেলিয়া। এরপর ১৯৯৯ সালে ওয়াহ, পন্টিংয়ের নেতৃত্বে ২০০৩, ২০০৭ এবং ক্লার্কের অধিনায়কত্বে ২০১৫ বিশ্বকাপ জেতে অজিরা। আর ইমরানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল ১৯৯২ সালে এবং ১৯৯৬ বিশ্বকাপে রানাতুঙ্গার নেতৃত্বাধীন লঙ্কানরা হয়েছিল চ্যাম্পিয়ন।