ছুটির দিনেও নগরে ভিড়, যানজট
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ৯:১৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকারি-বেসরকারি অধিকাংশ অফিস বন্ধ থাকলেও সিলেট নগরে শনিবার মানুষের ভিড় ছিলো লক্ষ্যণীয়। কিছু এলাকায় যানজটও দেখা গেছে। আজ থেকে ৪৮ ঘন্টার হরতালকে সামনে রেখেই মূলত গতকাল নগরমমুখী স্রোত ছিলো মানুষের।নগরের সোবহানীঘাট, উপশহর পয়েন্ট, নাইওয়রপুল, বন্দরবাজার, কাজীটুলা, জিন্দাবাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, লামাবাজার, তালতলাসহ কয়েকটি এলাকায় যানজটের চিত্র দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষকে।
মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অন্যান্য শনিবারের তুলনায় শনিবার নগরে গাড়ির সংখ্যা অনেক বেশি। এ কারণে কিছু এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত যানজট ছিল। এছাড়া বিভিন্ন এলাকার রাস্তায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। এ কারণেও কিছু এলাকায় যানজট রয়েছে। সরেজমিনে নগরের তালতলা এলাকায় বেলা দুপুরে যানজটের সৃষ্টি হয়। সিএনজি অটোরিকশার চালক হাসান মিয়া বলেন, কোর্ট পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত রাস্তায় দিন-রাত সবসময় যানজট লেগে থাকে। এখানে রাস্তা কাটাকাটি চলছে। রাস্তার ওপরে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে, যে কারণে এলাকায় যানজট লেগে থাকে।
ট্রাফিক পুলিশের একাধিক সার্জেন্টের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকায় রাস্তায় গাড়ি বেশি রয়েছে। এ কারণে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: মাহফুজুর রহমান বলেন, অফিস খোলা না থাকলেও আজ (শনিবার) রাস্তায় গাড়ির উপস্থিতি বেশি। বিকেলের দিকে সোবহানীঘাট ও বন্দরবাজার এলাকায় সামান্য যানজট ছিল। তবে কিছু সময় পর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। নগরের প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছে। মানুষজন যাতে ভোগান্তির মধ্যে না পড়ে সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে, সংশ্লিষ্টরা বলছেন হরতালের কারণে শনিবার শহরে আসা মানুষের সংখ্যা ছিলো অনেক বেশী। জরুরী প্রয়োজনীয় কাজ সারতেই দূর-দূরান্ত থেকে মানুষ এসেছেন সিলেটে। তবে এদের মাঝে পর্যটকের সংখ্যা প্রায় নেই। কারণ রাজনৈতিক অস্থিরতার কারণে ভরা মওসুমেও সিলেটে পর্যটকের সংখ্যা খুব হতাশার।