মোবাইল পাঠাগারের সাহিত্য আসর সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৫:১৩:০০ অপরাহ্ন
সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, শামসুল করিম কয়েস ছিলেন সৃষ্টিশীল ও শিকড় সন্ধানী লেখক। অতীত ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য পৎ প্রদর্শক।
তিনি শনিবার সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে অনুসন্ধানী গবেষক, সাংবাদিক, লেখক শামসুল করিম কয়েসকে নিবেদিত মোবাইল পাঠাগারের ৮৪২ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি ও গবেষক সরওয়ার ফারকী, ঔপন্যাসিক সিরাজুল হক। অনুষ্ঠানে গবেষক শামসুল করিম কয়েসের জীবনী পাঠ করেন কবি নুর মোহাম্মদ চৌধুরী।মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি