হরতালের ১ম দিনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৫:৪৪:৩৪ অপরাহ্ন
শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন রোববার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এর নেতৃত্বে রোববার দুপুরে নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিভি গেইট পয়েন্টে গিয়ে প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্র যন্ত্রগুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিণত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই অচিরেই চুড়ান্ত ফায়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।
মিছিলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ এবং বিভি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি