আ’লীগের মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৬:০৯:০১ অপরাহ্ন
শাল্লা সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ।আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নৌকার মনোনয়ন পেতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।রোববার সকালে স্বেচ্ছায় পদত্যাগ করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এরপর পদত্যাগ পত্র গ্রহণ করে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মাসুরা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে পদটি শূণ্য ঘোষণা করা হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,আমার বাবা শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। আওয়ামীলীগ আমাদের রক্তের সাথে মিশে আছে। প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিলে হাওর জনপদ দিরাই-শাল্লা স্মার্ট জনপদে রুপান্তরিত করবো।