তাহিরপুরে শিক্ষার মান উন্নয়নে সভা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৬:২৪:৪৫ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উত্তর বড়দল ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সভায় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
দীঘলবাঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান ও রজনী লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন আজাদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সমাজসেবক মোঃ আবুল হোসেন, ইউপি ওয়ার্ড সদস্য নোয়াজ আলী, খাশতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, মাহারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কুকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরা মিয়া, পুরানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।