সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলি
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৩, ৯:১৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে। সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পূর্ব পাশে বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশের সতর্ক অবস্থান ছিল। সেখান থেকে দক্ষিণ দিকে ২০০ গজ এগোলে মূল সড়ক থেকে পশ্চিমে একটি সড়ক আরপিননগর এবং পূর্বে আরেকটি সড়ক গেছে শহরেন জামতলা এলাকায়। এই দুটি পাড়াই ‘বিএনপির ঘাঁটি’ হিসেবে পরিচিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ওই দুই পাড়া থেকে হঠাৎ করে বিএনপির নেতাকর্মী মিছিল নিয়ে মূল সড়কে আসার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পাড়ার ভেতর ঢুকে দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ দুই পাড়ার গলির ভেতর ঢোকার চেষ্টা করেও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের কারণে ঢুকতে পারেনি। এ সময় পুলিশও বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
সুনামগঞ্জ জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গুলি ও টিয়ার গ্যাসের শেলের হিসাব করা হচ্ছে। এ ঘটনায় ৬জন আটক করা হয়েছে। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে তিনিসহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, বিএনপির ৩০-৪০ জন সড়কে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ এসে তাদের বাধা দিলেই সংঘর্ষ বাধে। তারা দুই দিক থেকে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।