ষষ্ঠ দফায় অবরোধের ডাক বিএনপি-জামায়াতের
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৬:৩৪:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: তপশিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ষষ্ঠ দফায় প্রথমে বিএনপি এবং পরে জামায়াতে ইসলামী আলাদাভাবে দেশব্যাপী ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে। আগামী বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ করবে তারা।
সোমবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরদিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ষষ্ঠ দফায় অবরোধ ঘোষণার কথা জানান।