অবসরপ্রাপ্ত জজ শমসের আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৫:১২:৩২ অপরাহ্ন
সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়া রংধনু আবাসিক এলাকা নিবাসী অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, শিবগঞ্জ বাজার জামে মসজিদ ও শিবগঞ্জ আকবরী জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ শমসের আলী (সুজা) গত ১৯ নভেম্বর রাত পৌণে নয়টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন)। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি সহধর্মিনী, যুক্তরাষ্ট্রে প্রবাসী ২ বোনসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা সোমবার বাদ জোহর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দরগাহ হযরত শাহজালাল রহ. গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, মরহুম মোঃ শমসের আলীর পিতা ছিলেন সিলেটের ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেক ৫ বারের চেয়ারম্যন আজহর আলী টেপু মিয়া। তিনি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ভাগনে। মরহুম মোঃ শমসের আলী সিলেটের মুন্সেফ কোর্টের বিচারক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞপ্তি