বিএনপি নেতা আমজাদকে গ্রেফতারে মিজান চৌধুরীর নিন্দা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৫:১৫:১৮ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আমজাদকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। একই সাথে ছাতক ও দোয়ারবাজার উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।
এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, ছাতক ও দোয়ারবাজার উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করে কারাগারে আটকে রাখা হয়েছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে অন্যায়ভাবে আটক আলী আমজাদসহ ছাতক-দোয়ারা বাজারের আটক সকল নেতাকর্মীসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন এবং গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করুন। বিজ্ঞপ্তি