আব্দুল মালেক হাফিজিয়া মাদরাসায় প্রবাসী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৫:৩৭:৪৮ অপরাহ্ন
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে ভালো মানুষ তৈরী করে। এসব প্রতিষ্ঠান থেকে সুনাগরিক তৈরী হয়। এজন্য এসব প্রতিষ্ঠানকে সহায়তা করা সকলের দায়িত্ব। আর সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই দেশ এগুচ্ছে। তাই যে কোনো ভালো কাজে সঙ্গী হওয়া সকলের নৈতিক দায়িত্ব।সিলেট নগরের ৩৮ নং ওয়ার্ডের মইয়ারচরে বীর প্রতীক আব্দুল মালেক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত প্রবাসী সংবর্ধনা সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।মাদরাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক এর সভাপতিত্বে ও সাংবাদিক মো. ফয়ছল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আল রাইয়ান হাসপাতালের পরিচালক আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মইয়ারচর জামে মসজিদের খতিব মাওলানা মাসুদ আহমদ, সমাজসেবী আইয়ূব আলী, মাওলানা শাহীন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি