সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মামলা দায়ের, আসামি ৮০
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৬:২৯:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলসহ ৪৫ জনকে আসামী করে করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি আছেন আরো ৩৫ জন। সব মিলিয়ে এ মামলায় ৮০ জনকে আসামি করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার সাবইন্সপেক্টর হাবিবুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি সোমবার এফআইআর করে কোর্টে প্রেরণ করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।রোববার বেলা ১১ টায় শহরের পুরাতন বাসস্টেশনে হরতালের সমর্থনে মিছিল বের করতে চাইলে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি কর্মীদের ছুঁড়া ইটপাটকেলে একজন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য, পুলিশ ও ডিবি পুলিশের একটি লেগুনা ও একটি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশের শর্টগান ও টিয়ারশেলে ১১ বিএনপি কর্মী আহত হয়েছেন। পুলিশ ১৮ রাউন্ড টিয়ারশেল এবং ২৪৮ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।