গোলাপগঞ্জ হ্যাল্পিং ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৬:৪০:৫৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ হ্যাল্পিং ফাউন্ডেশনের উদ্যোগে গরীব দুঃখী ও অসহায়দের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।সংগঠনের উপদেষ্টা আজির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য ঈসমাইল হোসেন সিপারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আহমদুর রহমান খান হিনু, সংগঠনের উপদেষ্টা আব্দুল হাদি পাবেল, প্রবাসী বিলাল উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল হেকিম।
হাফেজ মাওলানা নোমান আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অলিউর রহমান তামিম ও সাকেল উদ্দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য মাহবুবুর রহমান, আলতাবির রহমান, জামাল উদ্দিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সাংবাদিক ফাহিম আহমদ, তামিম আহমদ, সংগঠনের সদস্য মিসফাক আহমদ, তুহিন আহমদ, সারিয়া আহমদ প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক অসহায় গরিব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।