যুব উন্নয়ন পরিষদের ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৬:৪৫:৪৪ অপরাহ্ন
সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে রোববার বিকালে ধোপাগুলস্থ ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাব্বির হোসেন সোহানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সহ সভাপতি আশরাফ খান, সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল হক রিংকু, কোষাধ্যক্ষ মোঃ আলী হোসেন, নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, ফরহাদ আহমদ, খলিলুর রহমান, আমিনুর রহমান এমদাদুল হক, ছালেহ আহমদ আব্দুর রকিব, পুষ্প যুব কল্যাণ সংস্থার সদস্য মোঃ আশিক বিল্লাহ চৌদুরী, চৌধুরী ফাতেমা তুজ জোহরা, কুমকুম আক্তার লিজা, শারমিন জাহান তামান্না প্রমুখ। সভায় মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি