সোমালিয়ায় আকস্মিক বন্যায় অর্ধশতাধিক মৃত্যু, বাস্তুচ্যুত ৭ লাখ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৭:৫৬:২৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, বাস্তচ্যুত হয়ে পড়েছেন সাত লাখেরও বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত সেখানে ভারী বর্ষণ চলছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সরকারি কর্মকর্তারা। সোমলিয়ার দুর্যোগা ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মোহাম্মদ মোয়ালিম আব্দুল্লাহি বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। ঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় সাত লাখ মানুষ।’ ২১ থেকে ২৪ নভেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে বন্যা আরও ভয়াবহ রুপ নিতে পারে বলেও জানান তিনি।
এল নিনো আবহাওয়ার কারণে হর্ন অব আফ্রিকা অঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটে। এল নিনো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি একটি জলবায়ুর ধরন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের সঙ্গে যুক্ত এল নিনোর এই চক্র স্থানীয়ভাবে খরা ও ক্ষুধার পাশাপাশি প্রাণিবাহিত রোগ বাড়াতে পারে, এমন আশঙ্কা রয়েছে।
এল নিনো হলো সাউদার্ন অসকিলেশন (ইএনএসও) নামক আবহাওয়ার ধরনের দুটি অংশ, যা ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরের ওপর বাতাসের ধরন এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি অনিয়মিত কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন। এল নিনো বলতে ইএনএসওর উষ্ণায়ন পর্যায়কে বোঝায়। অন্যদিকে লা নিনা বোঝায় এর শীতলকরণ পর্যায়কে।