গোয়াইনঘাটে আমনের মাঠে কৃষকের হাসি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:০৫:১৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালী মাঠ কৃষকদের আশান্বিত করছে। চারশত কোটি টাকার ফসল উঠবে এমন আশা কৃষকের বুকে।সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার, সরকারের প্রণোদনা আর কৃষি বিভাগের প্রচেষ্টায় গোয়াইনঘাটে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে আবাদ হয়ছে আমন ফসল। সোনালী ধানে হাসছে মাঠ। এখন শুরু হয়েছে ধান কাটা। ধান কাটা ও মাড়াইয়ে নেই আগের ঝামেলা। উভয় কাজে ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ জানান, এ বৎসর ১৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে প্রতি হেক্টরে গড়ে ৩ টন চাল উৎপাদন হবে। ৬০ টাকা কেজি হলে প্রায় ৩ শত ২২ কোটি টাকার ফসল উৎপাদন হবে। এলাকার কৃষকরা জানান, এবার আনাবাদি জমি কমেছে। আল্লাহর রহমতে ফসল ভাল হয়েছে, চারশত কোটি টাকার বেশী উৎপাদন হবে। এছাড়া রবি মওসুমে চার হাজার হেক্টরে শাক সবজি, ১ হাজার ২৩৫ হেক্টরে সরিষা, ৭১ হেক্টর ভূট্টা ও গমের চাষ হয়েছে। রবি মওসুমে ২৩ লক্ষাধিক টাকার প্রণোদনা পেয়েছেন কৃষকরা। গোয়াইনঘাটের সবজি এলাকার চাহিদা মিটিয়ে এ মওসুমে বিভিন্ন উপজেলা ও জেলা শহরে বিক্রি হয়। গোয়াইনঘাটের কৃষির উন্নয়নে প্রধান সমস্যা হচ্ছে পানি। বোরো মওসুমে সেচের অভাবে ব্যাহত হয় চাষাবাদ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী ব্যবস্থা নেয়া প্রয়োজন।