সিলেট-২ আসনে ৭ জনের আ’লীগের মনোনয়ন সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:০৮:২৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ ওসমানীনগর-বিশ্বনাথ নির্বাচনী আসন থেকে ক্ষমতাসীন আওয়ামীলীগ এর দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করার জন্য ৭ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র কিনেছেন।
তারা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী জগলু, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা এসএম নুনু মিয়া, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ডক্টর অরূপ রতন চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও শাহজালালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল গণি, সিলেট পলিটেকনিক কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা প্রকৌশলী মো: হারুন অর রশিদ ও আওয়ামীলীগ নেতা আনসার আলী।