জামালগঞ্জে সশস্ত্রবাহিনী দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:১০:১০ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ৫৩ তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বংলাদেশ এর উদ্যোগে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট (সিএমপি) মোঃ মোশারফ হোসেন।
সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল (ইঞ্জিনিয়ার্স) মো: মজনু মিয়া’র সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সেনাপুত্র হাফেজ মো: মাহদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার গোলাম কিবরিয়া স্বপন, অবসরপ্রাপ্ত কর্পোরাল (সিগনাল্স) মো: হারিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ।
উপস্থিত ছিলেন সার্জেন্ট আলমগীর কবির (অব:), সার্জেন্ট আইয়ূব আলী (অব:), সার্জেন্ট শরীফ উদ্দিন (অব:), সার্জেন্ট আলমগীর সরকার (অব:), সার্জেন্ট মো: নিজাম উদ্দিন (অব:), কর্পোরাল মো: জামিল উদ্দিন (অব:), ল্যান্স কর্পোরাল মো: নজরুল ইসলাম (অব:), সৈনিক মো: হাসান চৌধুরী (অব:) প্রমুখ।