সিকৃবিতে ভাইস-চ্যান্সেলর দায়িত্ব গ্রহণের বছর পূর্তিতে সভা
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:১২:২৯ অপরাহ্ন

দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তি উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা মঙ্গলবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সভাপতিত্বে ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধরণ সম্পাদক প্রফেসর ড. আবু জাফর বেপারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক, শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার, সিকৃবি, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি, প্রক্টর, সিকৃবি, সাদা দলের সভাপতি, অফিসার পরিষদের সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি, কর্মচারি পরিষদের সভাপতি, ছাত্রলীগের সভাপতি এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ পরিচালক খলিলুর রহমান ফয়সাল গত ১ বছরে ভাইস-চ্যান্সেলর কতৃর্ক বাস্তবায়িত কাজের বিবরণ উপস্থাপন করেন। বক্তারা ভাইস-চ্যান্সেলরের গত ১ বছরের কাজের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য গবেষণার সুযোগ বৃদ্ধি করাসহ শিক্ষার কার্যক্রম বৃদ্ধি, প্রয়োজনীয় ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারি নিয়োগ দেয়ার বিষয়ে পরামর্শ দেন। বিজ্ঞপ্তি





