দিরাইয়ে বিএনপির ২ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:১৪:০৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে বিএনপির দুই নেতা গ্রেফতার হয়েছেন। তারা হলেন, উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের (৫০), তিনি পৌরশহরের চন্ডিপুর গ্রামের মখলিছ উল্লাা ছেলে ও উপজেলা যুবদল নেতা লিমন মিয়া (৩৯), তিনি ঘাগটিয়া গ্রামের আজমল আলীর ছেলে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানিয়েছে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানা পুলিশ জানায়, ২০ নভেম্বর সোমবার বিকালে দিরাই মদনপুর সড়কের সাদিরপুর পয়েন্টে পাকা রাস্তার উপর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনুমান ৩৫/৪০ জন নেতাকর্মী টায়ারে আগুন লাগিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে দিরাই থানা অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল হতে বিএনপির ২ জন নেতাকে আটক করা হয়। ঘটনা সংক্রান্তে এসআই (নিরস্ত্র) অরুপ বিশ্বাস বাদী হয়ে আটককৃত ২ জনসহ মোট ৯ ব্যক্তির নামে ও ৩৫/৪০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়।
বিএনপির দুই নেতা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ পাহাড়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।