গ্যাসের গন্ধমুক্ত হয়েছে নগর
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:১৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ২৪ ঘন্টার ব্যবধানে নগরীর বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ দূর হয়েছে জানিয়েছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ। মঙ্গলবার কোন স্থান থেকে গন্ধ পাওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তারা।
মঙ্গলবার রাতে দৈনিক জালালাবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারোয়ার জাহান মাহমুদ। তিনি বলেন, এটা স্বাভাবিক বিষয় ছিল। কারণ গ্যাসের নিরাপত্তার জন্যই মূলত সেই গন্ধ দেয়া হয়েছিল। আর লিকেজজনিত কারণেই গন্ধ বের হয়েছিল। সোমবার বিকালের দিকে আমরা নগরীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস লাইন লিকেজ আছে কিনা সেটা জানার জন্য গ্যাসের মধ্যে গন্ধ দিয়েছিলাম। গ্রাহকের ঘরের মধ্যে অনেক পুরাতন জিআই লাইন থাকে। এগুলো দিলে যেসব এলাকায় লিকেজ রয়েছে সেখানকার মানুষ সচেতন হবে এবং তারা আমাদের বিষয়টি জানালে আমরা তা মেরামত করবো। আমরা সেটা করেছি।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুর থেকে নগরীর আখালিয়া, শিবগঞ্জ, মিরের ময়দান, সুবিদবাজার, হাউজিং স্টেট, শামীমাবাদ, ভাতালিয়া ও কানিশাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাস লাইন থেকে বাতাসে গন্ধ পাওয়া যায়। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যাস লাইনে লিকেজজনিত কারণে এমনটি হচ্ছে ভেবে অনেকেই জালালাবাদ গ্যাস ও ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন। আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্যাসের গন্ধের বিষয়টি পোস্ট করেন। এতে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সোমবারই বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয় জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।