ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:২৫:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বিশ্বের সব দেশকে ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে বিশ্বের অন্তত ৫০টি দেশকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংসতা বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্ডানসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।