হবিগঞ্জে পেট্রোল পাম্পে বিএসটিআই’র জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৮:৩৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। মঙ্গলবার সকালে পরিচালিত অভিযানে ডিজেল,অক্টেন ও পেট্রোলের তিনটি ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে পরিমাপে কম পাওয়ায় মেসার্স এম হাই এন্ড কোং নামক পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশাদুল হক এবং মোঃ বায়েজীদ সরদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের পরিদর্শক (মেট্রোলজি) রাইসুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
জনস্বার্থে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানানো হয়েছে।





