সিলেটে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ৩ কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৯:০৬:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলার ছয়টি সংসদীয় নির্বাচনী আসন পর্যবেক্ষণে ৩ জন কর্মকর্তা নিয়োজিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা .শেখ রাসেল হাসান।
এই তিন কর্মকর্তা হলেন- সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.এস.এম কাসেম (সিলেট-১ ও ২ আসন), অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: হারুন-অর-রশিদ (সিলেট-৩ ও ৪ আসন) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো: আল-জুনায়েদ (সিলেট-৫ ও ৬)।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন- দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ভোটের দিন (৭ জানুয়ারি) পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রাখবেন।