সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ৯:৩০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানা গেছে।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, সিসি টিভিতে দেখা গেছে মোটরসাইকেলে করে তিনজন এসে বাসা লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে বাসার নিরাপত্তা কর্মীরা দৌড়ে এলে দুবৃর্ত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সিলেট মেট্রোপলিট পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।