মৌলভীবাজার-২ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন সাংবাদিক কামাল হাসান
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৩, ১০:০১:২০ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও লন্ডন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কামাল হাসান। তিনি মৌলভীবাজার-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।মঙ্গলবার দুপুরে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি আ.লীগের ফরম সংগ্রহ করেন। কামাল হাসান দীর্ঘ দিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি বর্তমানে কুলাউড়া উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি