তাহিরপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৬:২৩:৪৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ডিহিভাটি ইউনিয়ন ভুমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আসিব আহসান।মঙ্গলবার পরিদর্শনের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার, ইউপি সচিব আল আমিন, ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রুহুল আমিনসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।