সিলেটে প্রথমবারের মত আঞ্চলিক মেডিকেল এডুকেশন কনফারেন্স
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৬:২৭:৫৬ অপরাহ্ন
সিলেটে প্রথমবারের মত আঞ্চলিক মেডিকেল এডুকেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সিলেট রিজিওন্যাল মেডিকেল এডুকেশন কনফারেন্স ২০২৩ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর মেডিকেল এডুকেশন ইউনিট।
বুধবার সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অডিটরিয়ামে প্রফেসর ডাঃ মোঃ ওয়েস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
কনফারেন্সের মুখ্য পৃষ্ঠপোষক এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল ফর মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালিকা প্রফেসর ডাঃ সৈয়েদা শাহিনা সোবহান, বিসিপিএস এর মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালিকা প্রফেসর ডাঃ তাহমিনা আহমেদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডীন প্রফেসর ডাঃ শিশির রঞ্জন চক্রবর্তী, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ এখলাসুর রহমান, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আবেদ হোসেন, পার্কভিউ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ দিলিপ কুমার ভৌমিক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনজিত মজুমদার।
চারটি বৈজ্ঞানিক অধিবেশন এর সমন্বয়ে গঠিত এই দিনব্যাপী কনফারেন্স এর বৈজ্ঞানিক অধিবেশন এর সভাপতি ছিলেন প্রফেসর ডাঃ মোঃ ইসমাইল পাটোয়ারী এবং সঞ্চালনায় ছিলেন মেডিকেল এডুকেশন ইউনিট এর সদস্য সচিব ডাঃ খন্দকার আবু তালহা। সম্মেলনের থিম উপস্থাপক ছিলেন প্রফেসর ডাঃ ডি এ হাসান চৌধুরী। চারটি অধিবেশনে মোট পনেরটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা ছাড়াও আটটি মেডিকেল এডুকেশন বিষয়ক পোষ্টারও প্রদর্শন করা হয়। বৈজ্ঞানিক অধিবেশনগুলির সভাপতিত্ব করেন প্রফেসর ডা. আব্দুল খালেক বর ভুইয়া, প্রফেসর ডাঃ শিব্বির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জি এম মনিরুল ইসলাম এবং প্রফেসর ডাঃ মোখলেস উদ্দিন।
উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভুইয়া, প্রফেসর ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, প্রফেসর ডাঃ আল মোহাইমিন, সহযোগি অধ্যাপক ডা: হিমাংশু শেখর দাস। এই অধিবেশনগুলোর উপস্থাপনায় ছিলেন প্রফেসর ডাঃ নুরুল কাইয়ুম মোঃ মুসাল্লিন, ডাঃ কাজি জানা আলম, ডাঃ রাহাত আমিন চৌধুরী এবং ডাঃ মাহমুদা জান্নাত প্রমুখ। বিজ্ঞপ্তি