সূচনার কার্যক্রম বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত হবে: বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৭:৫৯:১০ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, সূচনার এ মহৎ কার্যক্রম বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত হবে। সূচনার পরিসংখ্যান ও ডাটাবেইজ রিপোর্ট ইউনিভার্সিটি অব সাসেক্স মূল্যায়ন করেছে যা অত্যন্ত অর্থবহ। সূচনার এ অর্জিত জ্ঞান দেশের প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে হবে।তিনি বুধবার রোজ ভিউ হোটেলে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত ‘সূচনা প্রোগ্রাম ক্লোজিং ওয়ার্কশপ’ এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মোঃ আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হারুন-অর-রশীদ। এছাড়াও এ অনুষ্ঠানে সিলেট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
খর্বাকার শিশু জন্ম হওয়ার অন্যতম কারণ অপুষ্টিজনিত সমস্যা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, হাঙ্গার রিপোর্টে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে। এছাড়াও শিশুমৃত্যু হার কমানো, মাতৃত্বকালীন সেবা, স্বাস্থ্য পুষ্টিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ অগ্রগতি লাভ করেছে।
সূচনা প্রোগ্রামের প্রশংসা করে তিনি বলেন, এনজিওগুলো দেশের দরিদ্র ও অতি দরিদ্র মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে এ সংস্থাগুলো ক্ষুদ্রঋণ, লিঙ্গসমতা, নারী ও শিশু উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সূচনা প্রোগ্রামের মাধ্যমে সিলেট ও মৌলভীবাজার জেলার ২০টি উপজেলায় এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ৩৫ হাজার পরিবারকে পুষ্টিসহায়তা প্রদান করেছে। তিনি আরো বলেন, সূচনা প্রোগ্রামের কর্মপরিকল্পনায় মৎস্য, বিএডিসি ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও দপ্তর সহযোগিতা করে আসছে। সূচনা প্রোগ্রামের এ কর্মকৌশল ও ডাটাবেইজকে কাজে লাগালে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে কর্ম সম্পাদনায় সহায়ক হবে।
ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে নলেজ বেইজড স্মার্ট বাংলাদেশ। আমাদের অর্থনীতি পৌঁছে যাবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে। এসডিজি বাস্তবায়ন ও অর্থনীতির এ অগ্রগতি অব্যাহত রাখতে হলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে হবে। সমাজের প্রান্তিক পর্যায়ে এ উন্নয়ন পৌঁছে দিতে পারলে দেশের সব জায়গায় সমানভাবে উন্নয়ন হবে, সমাজ ও দেশ এগিয়ে যাবে এক অনন্য মাত্রায়। বিজ্ঞপ্তি