জগন্নাথপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:০১:১৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বোরো আবাদের লক্ষ্যে এবার উফশী জাতের বীজধান ও সার বিতরণ করা হচ্ছে। এর আগে হাইব্রিড জাতের বীজধান বিতরণ করা হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে বোরো ফসলের আবাদ ও উৎপাদন আরো বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী জাতের বীজধান ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। এতে বিনামূল্যে সরকারি বীজধান ও সার পেয়ে প্রান্তিক ক্ষুদ্র কৃষকেরা বেজায় খুশি হন।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জনপ্রতি ৫ কেজি করে বীজধান, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হচ্ছে। যা দিয়ে কমপক্ষে এক বিঘা জমি আবাদ করা যাবে। প্রথম দিনে জগন্নাথপুর পৌরসভা, পাটলি ও মিরপুর ইউনিয়ন থেকে আসা ২৫০ জন কৃষকের মাঝে বীজধান ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল অঞ্চলের ৪ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে এ কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হবে। এর আগে জনপ্রতি ২ কেজি করে ৩ হাজার ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বীজধান প্রদান করা হয়েছে।