পুলিশের মনোবল বৃদ্ধিতে এসপি মামুনের বিশেষ উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৩৬:৪৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি থানা এলাকায় বিভিন্ন পোস্টে ডিউটিরত রয়েছেন পুলিশ সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে পুলিশকে সহায়তা করছেন আনসার সদস্যরাও।
এ অবস্থায় বুধবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যকে বিশেষ স্ন্যাকস প্রদান করা হয়।
জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো: সম্রাট তালুকদার জানান, বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদের নতুন করে কর্মোদ্দীপনা তৈরি করবে।