লিডিং ইউনিভার্সিটি’র উপাচার্যের আগাম জামিন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৩৮:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মওলাকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ মো: জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভ‚তি তরফদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
এরআগে গত ১৬ নভেম্বর লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।