সিলেটে যানবাহন কম, বিক্ষিপ্ত পিকেটিং
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৩, ৮:৪৩:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ষষ্ঠ দফায় অবরোধের প্রথম দিনে সিলেটে যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। দিনভর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে পিকেটিং করছেন নেতাকর্মীরা। তবে গতকাল রাত ৮টা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েকটি দূরপাল্লার গাড়ি ছেড়ে গেলেও যাত্রীর সংখ্যা ছিলো কম। সকাল থেকে নগরের ভেতরে প্যাডেলচালিত রিকশা, সিএনজি অটোরিকশা, লেগুনা, ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলে মানুষকে চলাচল করতে দেখা গেছে। যানবাহন চলাচল কম থাকায় যাত্রীদের বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে তাদের অভিযোগ। সিলেট-ঢাকা মহাসড়কে পুলিশ-র্যাবকে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি নগরের অভ্যন্তরের বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের জকিগঞ্জ ও কালীগঞ্জ বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা সকাল ৭টার দিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন। সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস রোড এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। সকাল ৯টার দিকে নগরের মীরাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া দুপুর ২টার দিকে নগরীর নয়া সড়ক এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে মহানগর বিএনপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, নগরের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অবৈধ তফসিল বাতিলের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জনগণের স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আমাদের এই আন্দোলন। এতে পূর্ণ জনসমর্থন রয়েছে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাবেন না। আমরা আন্দোলন সফল করেই ঘরে ফিরব।