গোয়াইনঘাটে প. প. কার্যালয়ের এডভোকেসি সভা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৬:১৯:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হউক আমাদের অঙ্গিকার’ এই প্রতিপাদ্যের বাস্তবায়নে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনের লক্ষে গোয়াইনঘাটে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প. প. কর্মকর্তা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এফপিআই মোহাম্মদ আলী। গীতা পাঠ করেন এফডাব্লিউএ টুন্নি চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ কিশলয় সাহা, এমওএমসিএইচ ডাঃ রাজিব দেব নাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক, এফপিআইদের পক্ষে হোসেন আলী, এফডাব্লিউভিদের পক্ষে সাইদা আক্তার, এফডব্লিএ নুরজাহান বেগম।