সুনামগঞ্জে নারায়ণতলা ঝরঝরিয়ায় তাফসির মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৬:২৬:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, মানব রচিত চিন্তাভাবনা নয়, আল্লাহর বিধানই মুক্তির গ্যারান্টি। পৃথিবীর সূচনালগ্ন থেকে যুগে যুগে মানুষকে শান্তি, স্বস্তি ও নিরাপত্তা দিতে অগণিত তন্ত্রমন্ত্রের শ্লোগান উত্থিত হয়েছে। কিন্তু জাতিকে প্রকৃত দিশা দেয়া সম্ভব হয় নি। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রদত্ত বিধান ইসলামই সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত করেছে। সেই আদর্শকে আঁকড়ে ধরতে হবে। এর প্রচার ও প্রসারে মুসলমানদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বুধবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা ঝরঝরিয়া দক্ষিণ মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মিরেরচরের সুপারিন্টেন্ডেন্ট মাওলানা জমির উদ্দীন মাসুক ও আরবি প্রভাষক মাওলানা সালামতুল্লাহ’র সভাপতিত্বে এবং মাওলানা আব্দুশ শহীদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুফতি মাওলানা আবুল কাসেম হাশেমী বি-বাড়িয়া। আলোচনা করেন মাওলানা আব্দুল লতিফ, হাফিজ মাওলানা নুরুল ইসলাম নূরী ও মাওলানা ইয়াসীন আলী প্রমুখ। বিজ্ঞপ্তি