গোয়াইনঘাটে পিপিভিদের ত্রৈমাসিক সভা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৭:৩৮:২৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট প. প. অফিসের মাঠ পর্যায়ের কর্মচারীদের (পিপিভি) নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম ও এমওএমসি এইচ ডাঃ রাজিব দেব নাথ পিপিভিদের কাজের মূল্যায়ন করে কাজের অগ্রগতির দিকনির্দেশনা প্রদান করে বলেন, বিভাগীয় কাজে মাঠ পর্যায়ে পিপিভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দায়িত্ব পালনে আরও আন্তরিকতা প্রয়োজন। পিপিভিদের (পেইড পেয়ার ভলান্টিয়ার) কাজের সাফল্যজনক অগ্রগতি না হলে আগামীতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউপির পিপিভি কর্মীরা উপস্থিত ছিলেন।