হাওর রক্ষা বাঁধ নির্মাণে জরিপ শুরু, বরাদ্দ ১০৩ কেটি টাকা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ১২:৫২:৪৫ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : চলতি বোরো মৌসুমে সিলেট বিভাগের চার জেলায় ‘হাওর রক্ষা বাঁধ’ নির্মাণের জন্য জরিপ কাজ শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ জরিপ প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর শেষ হবে। এ সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজও শেষ করার কথা।
জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে বাঁধ নির্মাণকাজ। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে প্রকল্প প্রণয়ন ও ব্যয় নির্ধারণের জন্য জরিপ কাজ চালিয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার জানান, এবার প্রাথমিক পর্যায়ে চার জেলা—সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের জন্য বাঁধ নির্মাণকাজে ১০৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সিলেটে ৩ কোটি ৮৩ লাখ, হবিগঞ্জে ৪ কোটি ২২ লাখ, মৌলভীবাজারে ৬৮ লাখ ও সুনামগঞ্জে ৯৫ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। গত ৬ নভেম্বর থেকে সুনামগঞ্জের ১২টি উপজেলায় ২৬টি দল কাজ করছে।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার আরও বলেন, ‘বিভিন্ন হাওরে পানি কমতে শুরু করেছে। জরিপকাজ চূড়ান্ত হলে মোট প্রাক্কলনে বরাদ্দের পরিমাণ আরও বাড়তেও পরে। তবে এবার বড় বন্যা না হওয়ায় গত বছরের তুলনায় কাজ কম হবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী বলেন, ‘বাঁধ নির্মাণকাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে বলেছেন, এবার অপ্রয়োজনীয় বাঁধ হবে না।’