জামায়াত আমীর ডা: শফিকের বাসায় তল্লাশীর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৮:৪০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বাসায় পুলিশ অভিযান ও তল্লাশী চালিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। এ সময় বাসায় অবস্থানরত শিশু ও মহিলাদেরকে পুলিশ সদস্যরা নানাভাবে হয়রানি করেছেন বলেও বলে অভিযোগ করেছে দলটি।
বুধবার সিলেট জামায়াত এক বিবৃতিতে জানিয়েছে, এক বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। কারাগারে আছেন তার একমাত্র চিকিৎসক ছেলেও। এ অবস্থায় বুধবার রাত ৯টার দিকে ডা: শফিকের সিলেট নগরীর শিবগঞ্জ সবুজবাগের বাসা ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশের একটি দল বাসার ভেতরে প্রবেশ করে ব্যাপক তল্লাশী চালায়। এ সময় তল্লাশীর কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা ঘরে থাকা নারী-শিশুদের হয়রানি ও ভয়ভীতি দেখায় বলে পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে এসএমপির শাহপরান থানার (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বুধবার রাতে সবুজবাগ এলাকায় থানা পুলিশ কোন অভিযান চালায়নি। আর অভিযানের কোন তথ্যও আমাদের কাছে নেই।