নগরে রাস্তায় পড়ে ছিলো রিকশা চালকের লাশ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৩, ৮:৪৪:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরে রাস্তার পাশ থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হুমায়ুন রশিদ চত্ত¡র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই রিকশা চালকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি নরসিংদী জেলার মাইজের চর এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে। তিনি নগরের বরইকান্দি ১ নাম্বার রোডের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
পুলিশ জানায়, বাচ্চু মিয়া প্রতিদিনের মতো গতকালও রিকশা নিয়ে বাসা থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি রিকশা চালিয়ে হুমায়ুন রশিদ চত্ত¡রে আসলে চলন্ত অবস্থায় রিকশা থেকে পড়ে যান। এ সময় রিকশায় যাত্রী ছিলেন না। পরে পথচারীসহ স্থানীয় লোকজন তাকে সড়কে পাশে নিয়ে যান এবং সেখানেই রিকশা চালক বাচ্চু মিয়া মারা যান।
এসএমপির দক্ষিণ সুরমা থানার টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিকশা চালক বাচ্চু মিয়া স্ট্রোক করে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত হয়নি। পরে দুপুর সাড়ে ১২টায় মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।