স্কটিশ পার্লামেন্ট সদস্যদের বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ৫:০৮:০১ অপরাহ্ন
বৃটেনের স্কটিশ পার্লামেন্টের অন্যতম সদস্য বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার লেবার পার্টির সেন্ট্রাল লিডার ও স্কটিশ পার্লামেন্ট সদস্য ও শ্যাডো মন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী (এমএসপি), কনজার্ভেটিভ পার্টির সেন্ট্রাল লিডার ও স্কটিশ পার্লামেন্ট সদস্য ও শ্যাডো কেভিনেট সেক্রেটারি মাইলস ব্রিজ (এমএসপি) এবং হাসপাতালের অন্যতম ট্রাস্টি বৃটেন প্রবাসী ব্যারিস্টার মোঃ লুৎফুর রহমানসহ বৃটেনের ক্রস পার্টি গ্রুপের অন্যতম উপদেষ্টা ফারহান মাসুদ খানসহ হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
আগত অতিথিবৃন্দ প্রবাসীগণের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বাংলাদেশের একটি উপজেলা পর্যায়ে এই ধরনের একটি হাসপাতালের ক্রমবর্ধমান অগ্রগতিতে প্রশংসা করেন। এই হাসপাতালের সার্বিক অগ্রগতিতে এবং একটি পরিপূর্ণ ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নির্মানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও ব্যক্ত করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কোর্ডিনেটর জাকির হোসেন খান, মিডিয়া ব্যক্তিত্ব মইন উদ্দিন মঞ্জু, লিটন দাসসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি