প্রভাতবেলা প্রীতি সম্মিলন কাল
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৩, ৭:৫৮:১৫ অপরাহ্ন
‘প্রাণের আবহে জাগুক প্রাণ’- প্রতিপাদ্যে প্রভাতবেলা প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হবে কাল শনিবার। শতাধিক বছরের সাংবাদিকতার ধারক সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে এই সম্মিলন অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিতব্য এই প্রীতি সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। এছাড়া স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দও সম্মিলনে অংশ নেবেন।
মুলত: দৈনিক প্রভাতবেলায় কর্মরত ও প্রাক্তনদের নিয়েই এই প্রীতি সম্মিলন। সম্মিলনে প্রভাতবেলা পরিবারে সম্পৃক্ত সবাইকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হবে। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে প্রভাতবেলা লগো খচিত মনোরম টি-শার্ট। এছাড়া প্রভাতবেলা প্রীতি সম্মিলন ও প্রভাতবেলা নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অভিব্যক্তি প্রতিবেদনের উপর থাকছে আকর্ষনীয় পুরস্কার। রয়েছে র্যাফেল ড্র পুরস্কার।
প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবীর আহমদ সোহেল আশা প্রকাশ করছেন, এ সম্মিলন হবে একটা মিলন মেলা। নবীন-প্রবীন, নতুন -পুরাতনের ভাব আর অভিজ্ঞতা বিনিময়ের একটা সুন্দর দিন হবে কাল শনিবার। বিজ্ঞপ্তি